বান্দরবানে জাতীয় স্যানিটেশন মাস উদযাপিত

উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানে উদযাপতি হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিউল আলম, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবান বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ খোর্শেদ আলম প্রধান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবান সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. মনজেল হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।

এছাড়াও বান্দরবানের সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন। মত বিনিময় সভায় প্রধান অতিথি বলেন, শুধু স্যানিটেশন মাসে নয় সারা বছরই নিজে পরিষ্কার থাকি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখি। সচেতনতাই পারে আমাদের পরিবেশকে সুন্দর রাখতে। বিশেষ করে করোনাকালীন সময়ে উন্নত স্যানিটেশন ব্যবস্থাকে ব্যবহার করে নিজেকে সুস্থ থাকতে হবে এবং সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। তাই এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

শেয়ার করুন