বান্দরবানে জনসংহতি সমিতির কর্মীকে গুলি করে হত্যা ॥ একজন অপহৃত

বান্দরবানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন জনসংহতি সমিতির এক কর্মী। এ সময় অন্য একজনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১১টার দিকে বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালী বাজারে অস্ত্রধারীরা হামলা চালায়। এ সময় জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে (৩৫) গুলি করে হত্যা করা হয়। এরপর সন্ত্রাসীরা রাবার বাগান এলাকার শৈলতন পাড়া থেকে পুরাধন তঞ্চঙ্গ্যা (৩২) নামের আরেকজনকে ধরে নিয়ে যায়।

নিহত বিনয় তঞ্চঙ্গ্যার বাড়ি রাঙামাটি জেলায়। তিনি তাইংখালী বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন।

রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা বলেন, সন্ত্রাসীদের গুলিতে একজন মারা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য মংএনু মারমা জানান, মুদি দোকানদার বিনয় তঞ্চঙ্গ্যা রাতে তার দাদা শ্বশুরের বাসায় ছিলো। সেখান থেকে তাকে ডেকে বের করে গুলি করেছে সন্ত্রাসীরা।

জনসংহতি সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি উছোমং মারমা বলেন, নিহত এবং অপহৃত দু’জনই আমাদের সক্রিয় কর্মী। আরাকান লিবারেশন আর্মি (এএলপি) সমর্থিত স্থানীয় মগ বাহিনী নামে একটি সন্ত্রাসী সংগঠন এই ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছি।

পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেনা সদস্যরাও সেখানে গেছেন। অপহৃতকে উদ্ধারে আমরা যৌথভাবে অভিযান চালাচ্ছি।

শেয়ার করুন