বান্দরবানে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠার্বাষিকী উদযাপিত

ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় নেতৃত্ব দেন পার্ববত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রথম পর্ব।

এর পর দিবস উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বান্দরবান শহরের রাজার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন । পরে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো:শফিকুর রহমান,কাজল কান্তি দাশ,সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, পৌর কাউন্সিলর মো:হাবিবুর রহমান খোকন, অজিত কান্তি দাশ,সালেহা বেগম ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক সামশুল ইসলাম,জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ, সম্পাদক সুজন চৌধুরৗ সঞ্জয়,জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল,কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু ,সদস্য সচিব টিপু দাশসহ আওয়ামীলীগ,কৃষক লীগ,স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের গৌরবময় ইতিহাস জড়িত। আগামির বাংলাদেশ বির্নিমানেও ছাত্রলীগকে গুরুত্বর্পূণ ভূমিকা রাখতে হবে। এসময় তিনি ছাত্রলীগের নেতার্কমীদের পড়াশোনার প্রতিও মনোযোগী হবার পরামর্শ দেন।

শেয়ার করুন