বান্দরবানে গঠিত হলো যাত্রী কল্যাণ সমিতি

যাত্রীদের অধিকার ও সুযোগ-সুবিধা আদায়ে বান্দরবানে গঠিত হয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ২১ নভেম্বর বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ বাদশা মিঞা মাস্টারের সভাপতিত্বে এক সভায় সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

বান্দরবান সদরের ব্যবসায়ী সমিতি কল্যাণ পরিষদের কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়। মানবাধিকার কর্মী অংচমংকে সভাপতি ও বিশ্বনাথ রায়কে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী কার্যনির্বাহী গঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ ছালেহ, সাংগঠনিক সম্পাদক মঈনু্দ্দিন রবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলী, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল আলম, সদস্যরা হলেন, মোঃ জহিরুল আলম, সুগত প্রিয় বড়ুয়া, মোঃ সাইফুল ইসলাম।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ যাত্রীদের অধিকার আদায়, পর্যটন শিল্পের বিকাশে সহায়তা, নিরাপদ সড়ক চাই আন্দোলনে সহায়তা প্রদান, পরিবহন খাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সহায়তা প্রদান ইত্যাদি কাজে সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

কমিটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন, বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ বাদশা মিঞা মাস্টার, সাবেক সরকারি কর্মকর্তা মফিজুল ইসলাম মামুন, ব্যবসায়ী ফরিদুল আলম, নেজাম উদ্দিন চৌধুরী ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম।

শেয়ার করুন