প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত
বান্দরবানে পাহাড় ধ্বসে নিহত ৪

বান্দরবান শহরের কালাঘাটায় পাহাড় ধসে পড়ে নিহত হন প্রতিমা রানী দাশ নামের এক নারী।

বান্দরবানে পাহাড় ধ্বসে মারা গেছেন ৪ জন। এর মধ্যে লামা উপজেলার সরই ইউনিয়নে একই পরিবারের ৩ জন এবং বান্দরবান সদরে মারা গেছেন ১ জন। বান্দরবান শহরের কালাঘাটা এলাকার বড়ুয়া পাড়ায় নিহত নারীর নাম প্রতিমা রাণী দাশ (৫০)। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে টানা বর্ষনে বসতবাড়ীর ওপর পাহাড় ধসে পড়ে এই র্দুঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে দমকল বাহিনী ও রেড ক্রিসেন্টের কর্মীরা প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে ওই নারীর মৃতদেহ মাটির নিচ থেকে বের করে আনেন।

এছাড়া লামা উপজেলার সরই ইউনিয়নে ৭ নং ওয়ার্ড কালাইয়ার আগা এলাকায় নিহত একই পরিবারের ৩ জন হলেন মোঃ হানিফ (৩০), তাঁর স্ত্রী রাজিয়া বেগম (২৫) ও তাঁদের শিশু সন্তান হালিমা আক্তার (৩)।

বান্দরবান সদরের দমকল বাহিনীর ষ্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, পাহাড় ধসে পড়ে মাটির নিচে চাপা পড়া অবস্থায় প্রতিমা রানী নামে একজনকে আমরা মাটির নিচ থেকে মাটি খুঁড়ে বের করে আনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পৌর মেয়র ইসলাম বেবীসহ প্রশাসনের কর্মকর্তারা।

সোমবার রাত থেকে বান্দরবানে টানা বৃষ্টিপাতের ফলে সড়ক তলিয়ে যাওয়ায় সকাল থেকে বান্দরবান-চট্টগ্রাম এবং বান্দরবান-রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ওইসব রুটে চলাচলকারী সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। অনেক জায়গায় মানুষ ছোট ছোট নৌকায় চলাচল করছেন। শহরের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হওয়ায় দুর্গত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় সরে যেতে শুরু করেছে।

পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদে সরে যেতে বলা হচ্ছে।

শেয়ার করুন