বান্দরবানে আচরণবিধি ভেঙ্গে নির্বাচনী প্রচারণায় শিক্ষকরা

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।

বান্দরবানে আচরণবিধির তোয়াক্কা না করেই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নেতাকর্মীদের দেয়া ছবি ও লেখায় এর সত্যতাও মিলেছে।

১২ ডিসেম্বর বিকেলে লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিন কোম্পানীর বাড়িতে নির্বাচনী প্রস্তুতি ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন। এ ব্যাপারে মোবাইল ফোনে তাঁর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি কোনো নির্বাচনী অনুষ্ঠানে ছিলাম না। আমার বাড়ির পাশে একটা অনুষ্ঠানে ছিলাম। এরপর আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে তিনি কল কেটে দেন।

নির্বাচনী প্রচারণায় সিপাহী আবদুর রাজ্জাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজ উদ্দিন ও চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।  

অনুষ্ঠানে উপস্থিত আরেক শিক্ষক মোঃ আজিজ উদ্দিন। তিনি আজিজনগরের সিপাহী আবদুর রাজ্জাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বক্তব্য জানতে চেয়ে বৃহষ্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বহুবার চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন কীনা জানতে চাইলে জেলা বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল আলম বলেন, সরকারি চাকরিজীবি কোনোভাবেই কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেননা। এটা সরকারি কর্মচারিদের আচরণবিধির পরিপন্থী। এরকম তথ্যপ্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভাটিতে আরো উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগর সভাপতি মোহাম্মদ উল্লাহ আজম খান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মার্মাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

শেয়ার করুন