বান্দরবানে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

বান্দরবানে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেন বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী।

বান্দরবানে আওয়ামী লীগের বিরুদ্ধে গায়েবি মামলায় পুলিশী হয়রানি এবং জাল ব্যালট ছাপানোর অভিযোগ তুলেছে বিএনপি। বুধবার সকালে জেলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন বিএনপি’র প্রার্থী সাচিংপ্রু জেরী। তিনি বলেন, গত এক সপ্তাহে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বান্দরবান সদর, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি ৫ উপজেলায় ৭টি মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর চাপে দায়ের করা এসব মামলায় ২৪২ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে। অজ্ঞাতপরিচয় হিসেবে অভিযুক্ত করা হয়েছে আরো ১৩৫ জনকে। মামলার জেরে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে পুলিশ। এর মধ্যে আটক হয়েছে ১৪ জন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রার্থী ৫০ হাজার ভূয়া ব্যালট ছাপিয়েছেন বলে তাঁদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর রয়েছে। নির্বাচনের দিন অপ্রীতিকর পরিস্থিতি এবং ভোট জালিয়াতি ঠেকাতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গণি, যুগ্ম সম্পাদক মুজিবুর রশিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম লীনাসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন