বান্দরবানে অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও শান্তি পদযাত্রা

আন্তর্জাতিক অহিংস দিবস উপক্ষে বান্দরবানে বিভিন্ন কর্মসূচি পালন করে অনন্যা কল্যাণ সংগঠন। ছবি- উসিথোয়াই মার্মা

নারীর প্রতি সংহিংসতা বন্ধের আহবান জানিয়ে বান্দরবানে পালন করা হয়েছে আর্ন্তজাতিক অহিংস দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে একটি শান্তি পদযাত্রা বের করা হয়। শহরে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে চৌধুরী মার্কেটের সামনে এসে শেষ করা হয় পদযাত্রাটি। পরে সেখানে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা কল্যাণ সংস্থা-একেএস। মানববন্ধনে বক্তব্য দেন কারিতাস, বান্দরবান-এর কর্মকর্তা রুপনা দাশ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি ডনাইপ্রু নেলী।

বক্তারা বলেন, সমাজের সবচেয়ে সহিংসতার শিকার হয় নারীরা। নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

২০০৭ সালে ১৫ জুন জাতিসংঘের সাধারণ সভায় ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর জন্মদিন স্মরণে ২ অক্টোবরকে আর্ন্তজাতিক অহিংস দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয়। এরপর থেকে বিভিন্ন সংগঠন ও সংস্থা দিবসটি পালন করে আসছে।

দিবসের এবারে প্রতিপাদ্য ছিল সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি।

– নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

শেয়ার করুন