বান্দরবানের ৭০ পরিবারকে ত্রাণ দিলো নীলপদ্ম সাহিত্য পরিবার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌর এলাকার দরিদ্র পরিবারদের মাঝে নীলপদ্ম সাহিত্য পরিবারের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে বান্দরবান জেলা সরকারি গণ-গ্রন্থগার হলরুমে দরিদ্র পরিবারদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন নীলপদ্ম সাহিত্য পরিবারের সকল সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নীলপদ্ম সাহিত্য পরিবারের প্রধান উপদেষ্টা সিং ইয়ং ম্রো, উপদেষ্টা মফিজুল ইসলাম মামুন, মা শৈ থুই চাক, সমাজকর্মী উ উইন মং জলি, নীলপদ্ম সাহিত্য পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল শর্মা ও সাধারণ সম্পাদক রিশু চৌধুরী প্রমুখ।

এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নীলপদ্ম পরিবারের সভাপতি দুলাল শর্মা বলেন, এই মহামারী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সবাইকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। যত দিন দেশ থেকে এই করোনা ভাইরাস দূর না হচ্ছে আমরা এভাবে অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবো ।

৭০ পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে চিড়া, চিনি, চা পাতা, দুধ, তেল, সেমাই, বিস্কিট, সাবান ও লবণ প্রদান করা হয়।

শেয়ার করুন