বান্দরবানের সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমার যাবার সময় স্থলমাইন বিষ্ফোরনে নিহত ১, আহত ৫

সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যাবার সময় স্থলমাইন বিষ্ফোরনে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ জন। ১৪ মার্চ বুধবার রাতে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের রালাই পাড়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আহতদের কুরুকপাতা সেনা ক্যাম্পে চিকিৎসা দেয়া হচ্ছে।

বান্দরবান বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যাবার সময় মাইন বিষ্ফোরনে পাওয়াই ¤্রাে নামে এক ব্যক্তি মারা গেছেন। খবর পেয়ে সেনা সদস্যরা তাঁর স্ত্রী চংরে ¤্রাে, শিশু সন্তান সিতু ম্রো, ইয়ং ইয়ং ম্রো, তনকো ম্রো ও তংরুং ম্রো-কে আহত অবস্থায় ক্যাম্পে এনে চিকিৎসা দিচ্ছে। এলাকাটি খুবই দুর্গম হওয়ায় বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত নিহত পাওয়াই ম্রো-র মরদেহ উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়নি।

সম্প্রতি বান্দরবানের থানচি ও আলীকদম উপজেলা থেকে দালাল চক্রের প্রলোভনে পড়ে বেশ কিছু পাহাড়ি পরিবার সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমারে চলে গেছেন বলে জানান স্থানীয়রা।

 

শেয়ার করুন