বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ: পর্যটকদের ফিরে যাবার অনুরোধ প্রশাসনের

বান্দরবান জেলার সব পর্যটন স্থান থেকে পর্যটকদেরকে ১৯ মার্চ বৃহষ্পতিবার সকালের মধ্যে জেলা ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন তাঁর এক ফেইসবুক পোস্টে জানান, ‘বান্দরবান জেলার বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট, কটেজ, রেস্ট হাউজ বা অন্য কোন স্থানে অবস্থানকারী ট্যুরিস্টদেরকে আগামীকাল সকালের মধ্যে বান্দরবান জেলা ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসাইন এর ফেইসবুক পোস্ট

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। কারও উদাসীনতা পরিলক্ষিত হলে তা দায়িত্বহীনতা হিসেবে পরিগণিত হবে। নিজে নিরাপদে থাকুন। দেশকে নিরাপদে রাখুন। জনস্বার্থে: জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা।’

জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপন

অবশ্য বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম স্বাক্ষরিত অন্য এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘…সংক্রমণ প্রতিরোধের নিমিত্ত সরকার প্রজ্ঞাপন দ্বারা জনসমাগম নিষিদ্ধ করায় বান্দরবান পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রসমূহে পর্যটক আগমন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরুৎসাহিত করা হল।’

শেয়ার করুন