বান্দরবানের লামায় র‌্যাবের অভিযানে ৯৭ হাজার লিটার চোলাই মদ জব্দ

বান্দরবানের লামায় অভিযান চালিয়ে ৯৭ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির প্রচুর উপকরণ জব্দ করেছে র‌্যাব-৭। ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার আজিজনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে এসব সরঞ্জামসহ চোলাই মদ উদ্ধার করা হয়।

বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান র‌্যাব-৭ কক্সবাজার এর দায়িত্বরত অফিসার লে. মির্জা শাহেদসহ র‌্যাবের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন। স্থানীয়রা জানান, ওই এলাকা থেকে উৎপাদিত মদ চট্টগ্রাম শহরসহ আশপাশের উপ-শহরগুলোতে পাচার হয়ে আসছে।

এ সময় লামার আজিজনগরের সুমন মার্মা ও ভেওলা, চকরিয়ার মোঃ বেলাল নামে দু’জনকে আটক করা হয়। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১ (১১) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই মদ ও উপকরণগুলি ধ্বংস করা হয়।।

– লামা (বান্দরবান) প্রতিনিধি

শেয়ার করুন