বান্দরবানের লামায় বুনো হাতির আক্রমণে বৃদ্ধা নিহত

প্রতীকি ছবি

বান্দরবানে লামা উপজেলায় বুনো হাতির আক্রমণে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার ভোরে সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

নিহত ওই বৃদ্ধার নাম জাহেরা বেগম (৫৫)। তিনি কালাইয়া পাড়ার কৃষক ফজলুল হকের স্ত্রী।

সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ-উল-আলম জানান, ভোর চারটার দিকে প্রায় ১৪টি হাতির একটি পাল এলাকায় ঢুকে পড়ে। ভয়ে পাড়ার অনেকেই পালিয়ে যায়। এ সময় হাতির দল এলাকার কয়েকটি ঘরে আক্রমণ করে। তান্ডব চালিয়ে ৮-১০টি ঘরও ভেঙ্গে ফেলে। পরে হাতির আক্রমণে জাহেরা বেগম নামে ওই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।

পরে হাতির পাল কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিকে চলে যায় বলে জানান তিনি।

লামা থানা ওসি আমিনুল হক জানান, বৃদ্ধার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে স্বজনদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন