বান্দরবানের লামায় উপবৃত্তির টাকা আত্মসাৎকারী দুই শিক্ষক বরখাস্ত

বান্দরবানের লামা উপজেলার লুলাইংমুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাৎকারী দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করতে অনুমোদনও প্রদান করেছেন বান্দরবান জেলা শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ২৬ সেপ্টেম্বরের এক চিঠিতে এই নির্দেশ প্রদান করা হয়।

গত ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তদন্ত শুরু করেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশে লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি তদন্ত করে গত ২৪ সেপ্টেম্বর ২১ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন বান্দরবানে প্রেরণ করে। প্রতিবেদনে দুই শিক্ষকের অনিয়মের সত্যতা প্রকাশ পায়। তারই আলোকে ২৬ সেপ্টেম্বর বুধবার লুলাইংমুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিপন চন্দ্র শর্মা ও দরদরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে সুপারিশ করা হয়।

– লামা (বান্দরবান) প্রতিনিধি

শেয়ার করুন