বান্দরবানের রুমা থেকে ৪ কাঠুরিয়া অপহরণ

প্রতীকি ছবি

বান্দরবানের রুমা উপজেলা থেকে চার কাঠুরিয়াকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাদের জন্যে আড়াই লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়েছে। শুক্রবার বিকালে তাদেরকে অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন, কক্সবাজারের চকরিয়ার টইটং এলাকার মোঃ জমির হোসেন, চট্টগ্রামের চন্দনাইশের আহমদ কবির ও মোঃ আফসার আলী এবং বান্দরবান শহরের বালাঘাটা এলাকার মোঃ নুরুল আলম।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে রুমা উপজেলার পান্তলা নাইতংপাড়ার কাছে পাহাড়ে ব্যবসায়ী মোঃ ইকবালের কাঠের জোতে কাঠ কাটছিলেন তারা। এ সময় একটি সশস্ত্র দল তাদেরকে ধরে নিয়ে যায়। পরে অপহরণকারীরা অন্য শ্রমিকদের মোবাইলে ফোন করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল শাহনেওয়াজ বলেন, স্থানীয়রা অপহরণের খবর দিয়েছে। বিস্তারিত জানার জন্যে সেখানে একটি টহল দল পাঠানো হয়েছে।

রুমা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন জানান, আমরা অপহরণের খবর পেয়েছি। সেখানে সেনা সদস্যরা গেছেন, আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।

শেয়ার করুন