বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

প্রতীকি ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবি’র সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা, ১টি শটগানসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে হোছন আলী (২৩) ও আলী হোছনের ছেলে মোঃ ইয়াছিন (৩০)।

বিজিবি’র ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ জানান, রবিবার দিবাগত রাতে তুমব্রু বিজিবি’র বিওপি সংলগ্ন সীমান্তে নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদেরকে উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। বিজিবিও তাদের উদ্দেশ্যে পাল্টা গুলি ছুঁড়লে দু’জন মারা যায়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, বিজিবি’র সাথে গোলাগুলিতে দুইজন মারা গেছেন। তাদের লাশ রবিবার দুপুরে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন