বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসী দলের সদস্য সন্দেহে আটক ৬

 

বান্দরবানে সন্ত্রাসী দলের সদস্য সন্দেহে ৬ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা সবাই ত্রিপুরা নৃ-গোষ্ঠীর সদস্য। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২৬ জানুয়ারি শুক্রবার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম অভিরাম ত্রিপুরা পাড়া থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন মিন্টু ত্রিপুরা, জয় ত্রিপুরা, আব্রাহাম ত্রিপুরা, অনা চন্দ্র ত্রিপুরা, গুন মনি ত্রিপুরা ও মথিরাম ত্রিপুরা। এদের সবার বাড়ি বান্দরবানের থানছি উপজেলায়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আলমগীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা আলীকদম সীমান্ত সংলগ্ন অভিরাম ত্রিপুরা পাড়া থেকে এদের আটক করে। বিকেলে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়। এরা গত ২২ জানুয়ারি পাহাড়ি পথে থানছি থেকে আলীকদম হয়ে দোছড়ি অভিরাম পাড়ায় যায়।

বিজিবি’র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আনুয়ারুল আযীম জানান, অনেকদিন থেকেই আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন অভিরাম ত্রিপুরা পাড়ায় সন্ত্রাসী দলের সদস্যদের আনাগোনার খবর পাওয়া যাচ্ছিলো। থানছি থেকে আসা এই ৬ জনের অবস্থনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। আটককৃতরা সীমান্তপথে মায়ানমার যাবার প্রস্তুতি নিচ্ছিলো বলে আমাদের ধারনা। তবে জিজ্ঞাসাবাদে তারা কিছুই স্বীকার করেনি। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ওই পাড়ার কারবারি (পাড়াপ্রধান) অভিরাম ত্রিপুরা জানান, আটককৃত ব্যক্তিরা আত্মীয়ের বাড়েিত এসেছিলো। তারা জীবিকা নির্বাহের জন্যে জুম চাষের জমির খোঁজে সেখানে এসেছিলো।

শেয়ার করুন