বান্দরবানের থানচি উপজেলায় পর্যটক গমনে প্রশাসনের সতর্কবানী

প্রতীকি ছবি

গত দুই দিনের প্রবল বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলায় পর্যটক গমনে সতর্কবানী প্রচার করছে স্থানীয় প্রশাসন। থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল-এর বরাত দিয়ে কার্যালয়টির সূত্র জানিয়েছে, প্রবল বর্ষণে সাঙ্গু নদীতে বিপদজনক স্রোত সৃষ্টি হওয়ায় এ সময়টিতে সেখানে পর্যটক যাতায়াত নিরুৎসাহিত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৭ জুন সন্ধ্যায় বান্দরবান ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী রেমাক্রী খালের স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারান নৌবাহিনীর সাব লেফট্যানেন্ট সাইফুল্লাহ ও তার বান্ধবী জান্নাত আরা। তারা রুমা উপজেলার তিনাপ সাইতার ঝর্নায় বেড়াতে গিয়েছিলেন। ঘটনার দু’দিন পর রেমাক্রী খাল থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবানে বেড়াতে গিয়ে অসর্তকতার কারণে পাহাড়ি ঝিরি ঝর্না ও নদীর পানিতে ডুবে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। যে কারণে আগাম সতর্কতা হিসেবে প্রশাসন এই বার্তা প্রচার করছে বলে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সূত্র জানিয়েছে।

শেয়ার করুন