বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েটুর্নামেন্টের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
এর আগে টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না তামিম-সাকিবরা। ত্রিদেশীয় এই সিরিজে আগাগোড়া দাপট দেখানো বাংলাদেশ অলআউট হলো মাত্র ৮২ রানে। এমনকি নির্ধারিত ৫০ ওভারের অর্ধেকও খেলতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা |
৮৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ১১.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৩৩ রানে উপুল থারাঙ্গা এবং ৩৯ রানে অপরাজিত ছিলেন দানুস্কা গুনাতিলোকা।
বাংলাদেশের পক্ষে তামিম ৫, সাকিব ৮, মুশফিক ২৬, মাহমুদউল্লাহ ৭, সাব্বির ১০, আবুল হাসান ৭, নাসির ৩ রান করেন|
শ্রীলঙ্কার পক্ষে লাকমাল তিনটি,  চামিরা দুটি , সান্দাকান দুটি ও থিসারা দুটি উইকেট দখল করেন।
শেয়ার করুন