বর্নাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে বর্নাঢ্য আয়োজনে মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নারকেলবাগানস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় বন্ধবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা করে। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।

এতে অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলম,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, আগত অতিথি ও আওয়ামীলীগ নেতা বাপ্পী, জেলা ছাত্রলীগের সাধারণ জহির উদ্দিন ফিরোজ,সহ-সভাপতি মাঈনুল ইসলাম, জেলা শ্রমিকলীগের আহবায়ক নুরনবী, ছাত্রলীগ নেতা পলাশ,ইমাম হোসেন মানিক,নাজমুল হক অপু,কোরবান আলীসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

অপরদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি সমর্থিত অংশের ছাত্রলীগ নেতাকর্মীরাও বৃহস্পতিবার সকালে শহরের কদমতলীস্থ জেলা পরিষদ রেষ্ট হাউজে সম্মূখে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এতে খাগড়াছড়ির সংসদ সদস্য ও টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ দলের সিনিয়র নেতাকর্মীরা অংশ নেয়।

শেয়ার করুন