ফুটবলার জাফর ইকবালের প্রশংসায় বীর বাহাদুর

রফিকুল আলম মামুন, বান্দরবান ।। আবারো উদীয়মান তরুণ ফুটবলার জাফর ইকবালের প্রশংসা করেছেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিকেলে বান্দরবানের স্থানীয় রাজার মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি জাফরের কৃতিত্বের কথা তুলে ধরেন।

তিনি বলেন একজন ভালো ক্রীড়াবিদ সারা দেশেরে ও জাতির সম্পদ। সবার আগে খেলোয়াড়রাই পারেন দেশকে সারাবিশ্বের কাছে পরিচিত করে তুলতে।জাতীয় ফুটবল দলের হয়ে দেশে বিদেশে অবদান রাখার কথা স্মরণ করে বান্দরবানের সন্তান জাফরের সাফল্য কামনা করেন বীর বাহাদুর ।

বক্তব্যে মন্ত্রী বান্দরবানের ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত সংগঠকদের খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে কাজ করে যাবার অনুরোধ জানান। এসময় মন্ত্রী জাতীয় দলের ফুটবলার জাফর ইকবালের জন্য ৫০ হাজার টাকা অনুদান ঘোষনা করেন। তিনি বলেন আগামিতে যাঁরা জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে তাদেরও পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম জাতীয় দলের হয়ে মালদ্বীপ সফর করেন। সেখানে তিনি স্বাগতিকদের বিরুদ্ধে অংশ নেন প্রস্তুতি ম্যাচে। একই বছর জাতীয় দলের হয়ে মাঠে নামেন ভুটানের বিরুদ্ধে। ২০১৭ সালে জাতীয় দলের হয়ে ভূটান নেপাল, কাতার ভ্রমন করেন তিনি। তাছাড়াও এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে ভ্রমন করেন প্যালেষ্টাইনে। মাঠে নামেন প্যালেষ্টোইন ও খিরগিস্থান ও জর্ডানের মতো দলের বিরুদ্ধে। এর আগে তিনি ঢাকা দিলকুশা স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘের নিয়মিত খেলোয়াড় ছিলেন। এবারের লীগে জাফর চট্টগ্রাম আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন।

 

শেয়ার করুন