প্রতীক পেলেন বান্দরবানের প্রার্থীরা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ৩০০ নং আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং অফিসার। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নৌকা প্রতীক, বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীকে ধানের শীষ ও ইসলামী আন্দোলনের প্রার্থী শওকতুল ইসলামকে হাতপাখা প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার।

এ সময় সেখানে জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেনসহ প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায় রিটার্নিং অফিসার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ প্রদান করেন। এদিকে প্রতীক বরাদ্দের পর বান্দরবানের সাত উপজেলায় প্রার্থীরা তাদের পুরোদমে প্রচারনায় নেমে পড়েছেন। বিভিন্ন জায়গায় নির্বাচনী পোস্টার ব্যানার টাঙ্গানো হচ্ছে। বান্দরবানে এবার ১৭৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৭৫৪।

শেয়ার করুন