পার্বত্য মন্ত্রীর আরোগ্য কামনা খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যানের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

পার্বত্য মন্ত্রীর আরোগ্য কামনা করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা পরিষদ জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর আরোগ্য কামনা করে তিনি লিখিত বিবৃতিতে জানান, মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় কংজরী চৌধুরী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

কংজরী চৌধুরী বলেন ‘বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার গত মার্চ মাসে সাধারণ ছুটি ঘোষণা করে। তখন থেকে মন্ত্রী বান্দরবানের নিজ নির্বাচনী এলাকায় ফিরে কোভিড-১৯ মহামারী উত্তোরণে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, ত্রাণ ও জরুরি সহায়তা প্রদান কর্মসূচি পরিচালনা করে আসছিলেন। তিনি হঠাৎ করে দুই তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরীক্ষা করার পর গত শনিবার (৬ জুন) পাওয়া ফলাফলে জানা যায় তিনি কোভিড-১৯ আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমি মন্ত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে সকলের কাছে দোয়া-আর্শীবাদ কামনা করছি।’

শেয়ার করুন