পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন নব বিক্রম কিশোর ত্রিপুরা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ১ মার্চ থেকে তিন বছরের জন্যে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হলো। এ বিষয়ে ১৮ মার্চ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় একটি আদেশ জারি করেছে। সর্বশেষ তিনি পার্বত্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দুই বছরের চুক্তিতে নিয়োজিত ছিলেন। চুক্তিটি গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যায়। এরপর ১ মার্চ থেকে তিনি তিন বছর মেয়াদে সচিব পদমর্যাদায় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োজিত থাকবেন বলে আদেশটিতে জানানো হয়।

শেয়ার করুন