নীলফামারীতে র‌্যাবের ৬ সদস্যসহ ৮ জন নতুন আক্রান্ত

করোনা। ফাইল ছবি

নীলফামারী সংবাদদাতা: নীলফামারী জেলায় দিনে দিনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এবার র‌্যাবের ৬ সদস্যসহ ৮ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নীলফামারী র‌্যাব ১৩ ক্যাম্পের ৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

সোমবার (২৫মে) বিকেলে নীলফামারীর সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন করে শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ৮জনের করোনা ভাইরাসে আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে। জেলায় এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে নীলফামারী শহরের সবুজপাড়ায় অবস্থিত র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের ৬ সদস্য, ডোমার উপজেলায় ৯ মাসের গর্ভবতী এক গৃহবধূ ও সৈয়দপুর উপজেলার ১ জন রয়েছেন।

উল্লেখ্য, নীলফামারী জেলায় এ পর্যন্ত ৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জেলা সদরে ৩৭ জন, ডিমলায় ১৪ জন, সৈয়দপুরে ১৪ জন, ডোমারে ১১ জন, জলঢাকায় ৮ জন, কিশোরগঞ্জের ৮ জন । মৃত্যুবরণ করেছেন ২ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৮ জন।

শেয়ার করুন