নীলফামারীতে আরও ৪ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২৬৩

করোনা। ফাইল ছবি

নীলফামারী জেলায় নতুন করে আরও ৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ২৬৩ জন।মঙ্গলবার (১৬ জুন) রাতে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে গত ৪ দিনের প্রেরিত নমুনা পরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।

নতুন করে ৪ জন আক্রান্তদের মধ্যে নীলফামারী সদরে ১ নারী, সৈয়দপুর উপজেলা শহরের ইসলামবাগ মসজিদ মহল্লার ১ যুবক ও জলঢাকা উপজেলায় ২ জন রয়েছেন। এ ছাড়া জেলা শহরের পৌর এলাকার বাবুপাড়া মহল্লার এক নারীসহ ২ জনের পুণরায় পজেটিভ রিপোর্ট এসেছে।

এ নিয়ে নীলফামারী সদরে ৮৫,সৈয়দপুর উপজেলায় ৩৬ ও জলঢাকা উপজেলায় ৪৯ জন করোনায় মোট এলাকাভিত্তিক আক্রান্ত হলেন।

উল্লেখ্য, পুরো নীলফামারী জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন ২৬৩ জন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন।

শেয়ার করুন