নিরাপদে বাড়ি ফিরতে সাবধানে গাড়ি চালান

নিরাপদে বাড়ি ফিরতে সাবধানে গাড়ি চালানোর প্রতিপাদ্য নিয়ে পালিত হয় নিরাপদ সড়ক দিবস।

বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। নিরাপদে বাড়ি ফিরতে সাবধানে গাড়ি চালানোর প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো: মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ভুইয়া মাহবুবু হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমীন আক্তার, বিআরটি’র মোটরযান পরিদর্শক মো: ফাহাদ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ।

সভায় অংশ নিয়ে বক্তারা সকলকে নিরাপদে গাড়ী চালানো এবং দুর্ঘটনা রোধে সড়কে বাধ্যতামূলক, সতর্কতামুলক ও সতর্কিকরণ চিহ্ন মেনে চলার অনুরোধ জানান।

শেয়ার করুন