দুই ইউএনওকে লাঞ্ছিত করার ঘটনায় বিদেশী নাগরিক বরখাস্ত: দেশ ত্যাগের নির্দেশ

নুরান হেনরি।

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি।। দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে লাঞ্ছিত করা ও প্রশাসনকে তথ্য প্রদানে অস্বীকৃতির অভিযোগে ঘুমধুম আইএফআরসি’র অস্থায়ী হাসপাতালের টিম লিডার বিদেশী নাগরিক নুরান হেনরীকে কে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকে সোমবারের মধ্যে বাংলাদেশ ত্যাগের নির্দেশনা প্রদান করা হয়েছে। জাতিসংঘ শরনার্থী বিষয়ক সহকারী সচিব মোঃ শোয়েব আব্দুল্লাহ সাক্ষরিত এক পত্রের মাধ্যমে এসব জানা যায়।
ওই পত্রে আরো জানা যায়, আইএফআরসি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি) ভবিষ্যতে হাসপাতালটির টিম লিডার নিয়োগের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত সহ অনাকাঙ্কিত ঘটনার পূণরাবৃত্তি না হওয়ার ব্যাপারে আশ^স্থ করেন। এছাড়া অনাকাঙ্কিত ঘটনায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঘুমধুম রেডক্রিসেন্ট হাসপাতালে বাংলাদেশি স্টাফদের জন্য দায়িত্বে নিয়োজিত কো-অর্ডিনেটর ডা. বেলাল হোসেন বলেন, দুই ইউএনওকে লাঞ্ছনাকারী বিদেশী নাগরিক নুরান হেনরিকে বরখাস্ত ও বাংলাদেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল জানান, রেডক্রিসেন্টের অস্থায়ী হাসপাতালটি নাইক্ষ্যংছড়ি উপজেলার অভ্যন্তরে। অগ্নিকান্ডে রোহিঙ্গার মৃত্যুর বিষয় জানতে গিয়ে দু’জন ইউএনওর সঙ্গে অসৌজন্যমূলক আচরণকে লাঞ্ছনা হিসেবে মনে করছেন তারা। লাঞ্ছনাকারী সেই বিদেশী নাগরিককে বহিস্কার সহ দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এ কথা তিনি শুনেছেন। এই নির্দেশে এনজিও সংস্থা গুলোর সাথে প্রশাসনের সৃষ্টি হওয়া দূরত্ব অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট অগ্নিকান্ডে নিহতদের প্রশাসনকে অবহিত না করেই গোপনে লাশ দাফনে সহায়তা করে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার সকালে বিষয়টি যাচাই করতে ঘুমধুম রেডক্রিসেন্টের অস্থায়ী হাসপাতালে গেলে নাইক্ষ্যংছড়ি ইউএনও এসএম সরওয়ার কামাল ও উখিয়া ইউএনও নিকারুজ্জামান পরিচয় দেওয়ার পরও নুরান হেনরি নামের বিদেশী নাগরিক দুই ইউএনও’র সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে গেট থেকে বের করে দেন।

শেয়ার করুন