বান্দরবানের থানচিতে দুই অবৈধ বালু উত্তোলনকারীকে জরিমানা

ছবি: অভিযানের আগে গত বৃহস্পতিবার তোলা।

থানচি (বান্দরবান) : বান্দরবানের থানচিতে দুইজন অবৈধ বালু উত্তোলনকারীকে ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ছাংদাক পাড়ার উবামং মারমা এবং চট্টগ্রাম নিবাসী আনু মিঞা। উবামং মারমার পিতার নাম মংবাসিং মারমা। উবামং থানচি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান। আনু মিঞা লোহাগাড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত আমিরুল জামান।

থানচিতে সাংগু সেতুর পাশ্ববর্তী সাংগু নদী থেকে তারা বালু উত্তোলন করছিল দীর্ঘদিন যাবৎ। সড়ক উন্নয়নের নামে নিরাপত্তা বাহিনীর নাম ভাঙিয়ে, পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল তারা। উত্তোলনের কাজে ব্যবহার করছিল ভারী যন্ত্র (এক্সক্যাভেটর)।

থানচি ব্রিজের দেড়শ গজের মধ্যে প্রশাসনের নাকের ডগায় এভাবে প্রকাশ্যে বালু উত্তোলন করা হলেও অজ্ঞাত কারণে প্রশাসন এতদিন ব্যবস্থা নেয়নি। শুক্রবার ১৫ মে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনের আওতায় ১৫/১ ধারা মোতাবেক ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় থানচি থানার এসআই অনুপ কুমার দেসহ পুলিশের তিনজন সদস্য উপস্থিত ছিলেন। তবে এসআই অনুপ কুমার দে জানান, বালুর চরে ভারী যন্ত্র এক্সক্যাভেটর পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ ছিল, ভারী যন্ত্র দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকিতে রয়েছে ফসলি জমি, সাঙ্গু নদীর ব্রিজ ও থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সাঙ্গু নদীর তীরবর্তীর বেশ কয়েকটি গ্রাম।

শেয়ার করুন