থানচির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ

২৭ এপ্রিল ভোরে পুড়ে যাওয়া থানচি বাজার পরিদর্শণ করছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবানের থানচি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ভোরে এ অগ্নিকান্ডের পর দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এ সময় মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থ ২০৩ দোকানদারকে ৫ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০কেজি চাউল, ১টি কম্বল ও ১ প্যাকেট খাবার বিতরণ করা হয়।

এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার প্রত্যেককে ১০ হাজার টাকা ও ২০কেজি চাউল দেয়ার কথা ঘোষণা করা হয়েছে। বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ৭.৫ কেজি চাউল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও আধা কেজি সুজি বিতরণ করা হয়।

উক্ত ত্রাণ বিতরণের সময়, বলিপাড়া ৩৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সানবীর হাসান মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২৭ এপ্রিল সোমবার ভোর পাঁচটার দিকে বাজারের কোনো দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে বলে স্থানীয়রা ধারনা করছেন। এতে বাজারের ২০৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পরে বান্দরবান সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুই ঘন্টারও বেশি চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

বাজারটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যাওয়ায় এর ওপর নির্ভরশীল আশপাশের তিনটি ইউনিয়নে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন