ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা বাতিলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা বাতিলের দাবিতে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন। ছবি: হিমেল চাকমা

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ বিতর্কিত ধারাগুলো বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন রাঙামাটি জেলার সাংবাদিকরা। ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় রাঙামাটি জেলা প্রশাসকের দক্ষিণ গেইটের সামনে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, কিছু দুর্নীতিবাজ আমলা তাদের দুর্নীতি আড়াল করার সুবিধার্থে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই আইন তৈরি করেছেন।

এ আইন শুধু সাংবাদিকদের জন্য নয়, সাধারণ মানুষ ও অফিসের নিচের সারির কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে অপব্যবহার করা হবে। তাই এই আইনের বিতর্কিত ধারাগুলো বাতিলের দাবি করেন সাংবাদিক নেতারা।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান, সাধারণ সম্পাদক হিমেল চাকমা, সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ প্রমূখ।

শেয়ার করুন