ডা. সাবরিনাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ

ডা. সাবরিনা। ফাইল ছবি

ভুয়া করোনা টেস্ট রিপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার হওয়া ডা. সাবরিনা চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার সকালে এ ব্যাপারে তেজগাঁও থানার ওসি বলেন, ‘আমরা মামলার ডকুমেন্টসহ আসামিকে গোয়েন্দা কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি। এই মামলায় তিন দিনের রিমান্ডে পাওয়া আসামি ডা. সাবরিনা চৌধুরীকে ডিবি জিজ্ঞাসাবাদ করছে।’

সোমবার করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় ডা. সাবরিনা শারমিনকে। তিন দিনের রিমান্ডে নিয়ে পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করা ডা. সাবরিনা চৌধুরী গুলশানের ওভাল গ্রুপেরও চেয়ারম্যান। তিনি এই গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীর চতুর্থ স্ত্রী। ওভাল গ্রুপের একটি প্রতিষ্ঠান হলো জোবেদা খাতুন সার্বজনীন চিকিত্সা সেবা (জেকেজি হেলথ কেয়ার)। এই জেকেজি থেকে করোনার ভুয়া টেস্ট রিপোর্ট দেওয়া হতো। বিষয়টি আরও তদন্ত করতে পুলিশ ওভাল গ্রুপের সাতজন পরিচালককে খুঁজছে।

শেয়ার করুন