বান্দরবানে ট্যুরিস্ট পুলিশের আয়োজনে ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ বুধবার

প্রতীকি ছবি

ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের উদ্যোগে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ হবে বুধবার। বিশ্ব পর্যটন দিবস ২০২০ উপলক্ষে জেলার পর্যটনকে জনপ্রিয় করে তুলতে এ ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার জন্য বান্দরবানের ‘জীবন ও জীবিকা’ এবং ‘প্রকৃতি ও পরিবেশ’ দু’টি বিভাগে ফটো আহবান করা হয়। প্রায় চার শতাধিক ছবি থেকে জুরি বোর্ডের সদস্যরা ৪৮টি ছবিকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করেন। এর মধ্য থেকে দুই বিভাগে ৩টি করে ৬টি ছবি এবং একটি বিশেষ ছবি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

৭ অক্টোবর সকাল ১০টায় বান্দরবানের মেঘলাস্থ পর্যটন মোটেলে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোন এর ইনচার্জ মোঃ আমিনুল হক।

প্রতিযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ‘বান্দরবান ট্যুর গ্রুপ’। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘খোলা চোখ’।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হবে।

শেয়ার করুন