ঝুঁকিপূর্ণ পাহাড়ের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে পৌর মেয়রের অনুরোধ

ছবি- সংগ্রীহিত।

চলতি বর্ষা মৌসুমে টানা বর্ষনের ফলে পাহাড় ধ্বসের আশংকায় বান্দরবান শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরে যেতে অনুরোধ করেছে পৌর কর্তৃপক্ষ।

সকাল থেকে শহরের বিভিন্ন যায়গায় পৌরসভার কর্মীরা বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করেছেন।

শহরের কালাঘাটা, বড়ুয়ারটেক, বনরুপা পাড়া, ইসলামপুর, ছিদ্দিকনগর, কসাইপাড়াসহ বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস করছেন অসংখ্য মানুষ।

প্রতিবছর বর্ষায় পাহাড় ধ্বসে পড়ে প্রানহানির ঘটনা ঘটলেও সচেতনতার অভাবে হতাহতের ঘটনা ঘটে চলে।

শেয়ার করুন