ঝিরির পানিতে ভেসে আসা কঙ্কালটির পরিচয় মিলেনি

রফিকুল ইসলাম, (লামা) বান্দরবান ।। লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে ঝিরির পানিতে ভেসে আসা কঙ্কালটির ৫ দিনেও পরিচয় মেলেনি। ইউনিয়নের ঈদগার ছড়ার সুরমাঝিরি থেকে গত বুধবার (১৮ এপ্রিল) একটি অজ্ঞাত লাশের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

লামা থানা সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু ব্যক্তি গত বুধবার ঝিরির পানিতে কংকালটি দেখেতে পেয়ে জনপ্রতিনিধিদের খবর দিলে তারা পুলিশকে খবর দেন।

লামা থানার পুলিশের উপ-পরিদর্শক মো. কবির হোসেন বলেন, আমরা কংকাল পাওয়ার খবর পেয়ে ওইদিন রাতেই সেটি উদ্ধার করি। এসময় ঘটনাস্থল থেকে কিছু জামা কাপড়ও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার কঙ্কালটি ময়নাতদন্তের জন্য বান্দরবান মর্গে প্রেরণ করা হয়।

কঙ্কাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলের ৮/১০ কিলোমিটারের মধ্যে কোন জনবসতি নেই। স্থানটি লামা-আলীকদম ও নাইক্ষ্যংছড়ি তিন উপজেলার সীমান্তবর্তী অতি দূর্গম। এছাড়া ২-৩ মাসের মধ্যে উপজেলায় কোন ব্যক্তি নিখোঁজ বা হারিয়েছে এমন কোন অভিযোগ আমাদের কাছে আসেনি।

শেয়ার করুন