জলবায়ু পরিবর্তন অভিযোজনে পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা

জলবায়ু পরিবর্তন অভিযোজনে পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা করেছে উন্নয়ন সংস্থা তহজিংডং। ২১ অক্টোবর বুধবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ, জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা ও বান্দরবান পৌরসভার কাউন্সিলর দিলীপ বড়ুয়া প্রমুখ।

সভায় জলবায়ু পরিবর্তনের পরিস্থিতিতে পার্বত্য এলাকার প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়ন অব্যাহত রাখার বিভিন্ন চ্যালেঞ্জ ও সেসব চ্যালেঞ্জ উত্তরণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, পার্বত্য এলাকার রিজার্ভ বনগুলো সংরক্ষণ করতে হবে। মানুষের বেঁচে থাকার স্বার্থেই এসব সংরক্ষণ করতে হবে। তিনি বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় একসাথে কাজ করার আহবান জানান।

তহজিংডং এর নির্বাহী পরিচালক চিংসিংপ্রু’র সভাপতিত্বে মতবিনিময় সভাটিতে যুব উন্নয়ন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, মৎস্য বিভাগ, সমবায় বিভাগ, জনপ্রতিনিধি, জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন প্র্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন তহজিংডং এর ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারি প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ জিয়া উদ্দিন।

শেয়ার করুন