খাগড়াছড়িতে ছাত্রলীগ নেতা জহিরের পিতার ইন্তেকাল

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন  ফিরোজের পিতা মোঃ ফিরোজ আহম্মেদ (ফিরোজ মাষ্টার) আর নেই। সোমবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

জহির উদ্দিন ফিরোজের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সড়ক পরিবহণ মালিক (শান্তি পরিবহণের) গ্রæপের সাধারণ সম্পাদক এসএম শফি,খাগড়াছড়ি পৌর মেয়র আলহাজ্ব রফিকুল আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেলা শ্রমিকলীগের আহবায়ক নুরনবী,খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা,সহ-সভাপতি মাঈনুল ইসলাম,শাহাব উদ্দিন ও দলের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতাকর্মীরা নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়  সোমবার (২৫ জুন) সন্ধ্যায় মাটিরাঙ্গাস্থ নিজ বাস ভবনে বুকে ব্যাথা অনুভব করেন তিনি। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের নামাজে যানাজা শেষে কাজীপাড়া কবরস্থানে ফিরোজ আহম্মেদ এর দাফন সম্পূন্ন করা হবে তার পরিবার সূত্র জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ভাই ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শেয়ার করুন