গুইমারায় ‍‍‍খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ

গুইমারায় ত্রাণসামগ্রী বিতরণ। ছবি: খোলাচোখ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯মে) সকালে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের কয়েকটি প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে।

সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় পরিবারের মাঝে চাল, তেল, ডাল, পেয়াজ আলুসহ এসব খাদ্য সামগ্রী তুলে দেন সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, খাগড়াপুর মহিলা কল্যান সমিতির প্রোগ্রাম-কোঅর্ডিনেটর গীতিকা ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপির ২নং ওয়ার্ড সদস্য সবেনজয় ত্রিপুরা, মহিলা মেম্বার কুন্তি রানী ত্রিপুরা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রেদাক মারমা বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে চেষ্টা চলছে। করোনায় সৃষ্ট মহামারি পরিস্থিতিতে সবকিছু থমকে গেছে। থমকে গেছে সাধারণ মানুষের রুটি-রুজির ব্যবস্থাও। এতে সবচেয়ে বেশি কষ্টে আছে সমাজের নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষেরা’। তিনি সমাজের বিত্তবানদের প্রতি এসব ছিন্নমূল ও অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানান।

এ সময় নেতৃবৃন্দ খাদ্য সামগ্রী তুলে দিয়ে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়া, মাস্ক ব্যবহার করা ও নিয়মিত সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান জানান।

শেয়ার করুন