গুইমারায় সুবিধাবঞ্চিতদের মাঝে উপহার তুলে দিলেন কংজরী চৌধুরী

ত্রাণ বিতরণ করছেন কংজরী চৌধুরী। ছবি: খোলাচোখ।

খাগড়াছড়ি প্রতিনিধি: করোনাকালে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদের ১, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তুলে দেন তিনি।

রবিবার (১৭ মে) বিকাল ৩ টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তহবিল থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে তিনি এই ত্রাণ বিতরণ করেন।

হাফছড়ি ইউনিয়নের বটতলা, সাইংগুলী পাড়া, বড়পিলাকসহ বিভিন্ন এলাকায় ২২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, ইউপি সদস্য আব্দুল মোতালেব, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ওহাব প্রমূখ।

ত্রাণ বিতরণ করছেন কংজরী চৌধুরী। ছবি: খোলাচোখ।

এ সময় তিনি সকলকে করোনা মহামারি করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সেই সঙ্গে একে অপরের সুখে-দুঃখে পাশে থাকলে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের আরও মজবুত হবে বলে মন্তব্য করেন।

এ সময় তিনি করোনা প্রতিরোধে সকলকে সচেতন হয়ে চলতে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন