‘খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে সৌদি’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে নিকৃষ্টভাবে গোপন করার চেষ্টা করেছে রিয়াদ। তবে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির চুক্তি বাতিল করবেন না বলে ট্রাম্প ফের ইঙ্গিত দিয়েছেন।

গতকাল হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তাদের খুবই খারাপ ধারণা ছিল। গোপন করার কাজটা খুবই দুর্বলভাবে করেছে তারা; এটা এমন গোপন করার ঘটনা ঘটেছে যা গোপন করার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ঘটনা।

ট্রাম্প বলেন, হত্যাকাণ্ডের পর সৌদি আরবের পক্ষ থেকে গোপন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ধরনের ঘটনা ঘটা উচিত নয়, এ চিন্তা যিনিই করে থাকুন না কেন তিনি বড় সমস্যায় পড়বেন; তারা বড় রকমের সমস্যায় পড়তে যাচ্ছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি কর্মকর্তাদের সমালোচনা করলেও অস্ত্র বিক্রির বিষয়ে বলেন, সৌদি আরবে অস্ত্র রফতানি বন্ধ করা ঠিক হবে না কারণ তাতে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে।

তিনি জানান, সৌদি আরবের বিষয়ে তিনি কংগ্রেসের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিতে চান; চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তিনি সমস্ত তথ্য বুঝতে চান।

শেয়ার করুন