খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা বাহিনীর সাথে ‘গোলাগুলিতে’ তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। সোমবার ভোররাতে দীঘিনালা উপজেলার প্রত্যান্ত এলাকার বিনন্দচোখ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, দীঘিনালা ইন্দ্রমণি পাড়ার বাসিন্দা তুঙ্গরাম চামার ছেলে ভুজেন্দ্র চাকমা (৪৫), একই উপজেলার হাসিনসনপুর সুধীর প্রিয় চাকমা ছেলে রুচিল চাকমা (২৫) ও পানছড়ি পুজগাং যুবনাক্সপাড়ার বাসিন্দা ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩২)।

জানা যায়, রবিবার গভীর রাতে (সোমবার ভোররাতে) বিনন্দচোখ এলাকায় নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল দলের ওপর সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। পরে ঘটনাস্থলে এই তিন ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র।

নিহতদের ৩ জনেই ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‘ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি গোলাগুলি নয়, হত্যাকা-। রোববার ভোররাতে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। পরে ঐ নির্জন এলাকায় তাঁদেরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহতরা ইউপিডিএফ এর কর্মী বলেও নিশ্চিত করেন তিনি।

শেয়ার করুন