খাগড়াছড়িতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ প্রার্থী, আটক ২

খাগড়াছড়ি আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ প্রার্থী। বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের ৩, বিএনপি’র ৩, জাতীয় পার্টির ১, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১, ইউপিডিএফ-এর (স্বতন্ত্র) ২ জনসহ মোট ১০ প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, সাবেক এম.পি ও টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।

বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ ও বিএনপি’র কার্য নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান।

অন্যদিকে জাতীয় পার্টির সোলাইমান আলম শেঠ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা কমিটির সভাপতি আব্দুল জব্বার ও স্বতন্ত্র পদে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর সংগঠক নতুন কুমার চাকমা ও সচিব চাকমার পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন পত্র জমা দেন।

প্রার্থীরা খাগড়াছড়ি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও সহকারী রির্টানিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকতা খান মো: নাজমুস শোয়েব এর কাছে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পিসিপি’র নেতা অমল ত্রিপুরা ও এন্টি চাকমাকে পুলিশ আটক করে বলে অভিযোগ করেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা।

একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো: শাহাদাৎ হোসেন টিটো।

– আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

শেয়ার করুন