খাগড়াছড়িতে বর্ষ বরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

আল-মামুন,খাগড়াছড়ি।। “পহেলা বৈশাখ এলো বলে বসে মেলা, বসে হাট কিশোর-কিশোরীদের মনে আনন্দ দিলো দোলা। বাঙ্গালীর ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ রবণ ও উৎস মুখোর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে নানা সম্প্রদায়ের ঐক্যের বন্ধনে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন,পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেয়, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালের সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার মো: আলী আহমেদ খাঁনসহ সরকারী-বেসরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।

মারমাদের সাংগ্রাইং উৎসব শুরু

খাগড়াছড়িতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার থেকে শুরু হয়েছে মারমাদের সাংগ্রাইং উৎসব। বেলা ১১টায় খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদের মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে চারদিন ব্যাপী সাংগ্রাইং উৎসবের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

মারমা সম্প্রদায়ের বর্ষবরণের অনুষ্ঠান সাংগ্রাই ‍উপলক্ষে জল উৎসবে মাতে মারমা নর নারীরা।

সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রি: জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংগ্রাইং উৎসবের উদ্বোধন শেষে মঙ্গল শোভাযাত্রা বের করে খাগড়াছড়ি শহর প্রদক্ষিণ করা হয়। উৎসবের প্রথম দিনে পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদ মাঠে ঐতিহ্যবাহী জলকেলীসহ বিভিন্ন খেলাধূলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

মারমাদের সাংগ্রাইং উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের পাশাপাশি স্থানীয়রা ভিড় করেছেন। সাংগ্রাইং উৎসব ছাড়াও ত্রিপুরাদের বৈসু মা উৎসব আজ। ত্রিপুরা পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ।

 

শেয়ার করুন