খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে অগ্নিদগ্ধ ৭

খাগড়াছড়ি শহরের খবংপুড়িয়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে ৭ জন আহত হন। ক্ষতিগ্রস্থ হয় ভবনের একাংশ। ছবি- আল-মামুন।

খাগড়াছড়িতে একটি গ্যাসের গোডাউনে সিলিন্ডার বিষ্ফোরনে ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা শহরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় মঙ্গলবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে খবংপুড়িয়া এলাকার ওই গ্যাসের গোডাউনে হঠাৎ বিষ্ফোরন ঘটে। এতে সেখানে থাকা ৭ শ্রমিক আহত হন। আহতরা হলেন, আব্দুল হামিদ (২৩) নিউটন চাকমা (২৫) মিনতি চাকমা (৩৫) মাহমুদুল্লাহ (২৬) ভূবন বিকাশ চাকমা (৫০) মতি রঞ্জন চাকমা (৪৫) জমির (২২)। এর মধ্যে আব্দুল হামিদ, ভূবন বিকাশ চাকমা, জমির ও মাহমুদুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় চিকিৎকসরা।

গোডাউনটির মালিক কেনটন এন্টারপ্রাইজের মালিক সমউজ্জ্বল চাকমার বলে জানা গেছে। খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক মোঃ সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খাগড়াছড়ির সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নয়নময় ত্রিপুরা জানান, সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন