খাগড়াছড়িতে উন্নয়ন মেলা শুরু

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়িতে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা খাগড়াছড়ি হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয়।

পরে টাউন হলে ফিতা কেটে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এম.পি। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ বন ও জলবায়ূ মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী, খাগড়াছড়ি এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমসহ খাগড়াছড়ি জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এতে অংশ নেন।

– আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

শেয়ার করুন