জেল হত্যা দিবস
খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক জেলহত্যা দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগের বিভক্ত দুই অংশ। এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক জাহেদুল আলম সমর্থিত নেতাকর্মীরা আলাদা আলাদা কর্মসূচি পালন করেন।

শুক্রবার দিবসের প্রথম প্রহরে জেলা সাধারণ সম্পাদক জাহেদুল আলম সমর্থিত নেতাকর্মীরা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নব নির্মিত নিজস্ব ভবনে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা করে। এর আগে একটি র‌্যালি নিয়ে শহরের টাউন হলে অবস্থিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি ভাস্কর্য্যে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান তাঁরা।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, যুগ্ম সম্পাদক এসএম সফি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের আহবায়ক নুর নবী,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ প্রমূখ।
অন্যদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সমর্থকরা সকালে কদমতলীস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। সকাল ১০টায় র‌্যালি বের করে শহরের টাউন হলে অবস্থিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি ভাস্কর্য্যে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন তাঁরা।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য আবদুল জব্বার, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, মংশেইপ্রু চৌধুরী অপু, এড.আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিমলেন্দু চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, যুবলীগের সভাপতি যতন ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, পার্থ ত্রিপুরা জুয়েলসহ দলের বেশ কিছু নেতাকর্মী।
শেয়ার করুন