খাঁচায় বন্দি ময়না-শালিক উড়লো মুক্ত আকাশে

খাঁচায় বন্দি ময়না-শালিক উড়েছে মুক্ত আকাশে। মানুষের হাতে বন্দিদশা থেকে তাদেরকে মুক্ত করে বনে ফিরে যাবার ব্যবস্থা করেছে খাগড়াছড়ি বন বিভাগ। ৮ সেপ্টেম্বর রোববার বিকেলে খাগড়াছড়ির রিছাং ঝর্না এলাকার বনে একটি ময়না ও একটি শালিককে অবমুক্ত করেছেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। তাদেরকে খাগড়াছড়ি বাজার এলাকার বিভিন্ন ব্যক্তির বাড়িতে খাঁচায় পোষা হচ্ছিলো।

বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, খাগড়াছড়িতে ২টি ময়না ও ২টি শালিককে খাঁচায় পোষার খবর পেয়ে আমরা উদ্ধার করেছি। এর মধ্যে একটি ময়না ও একটি শালিককে বনে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দু’টি পাখি অস্স্থু থাকায় তাদের চিকিৎসা চলছে। সুস্থ হলে সেগুলোকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

গত ৬ আগষ্ট বৃহস্পতিবার খাগড়াছড়ি বাজার এলাকা থেকে আটকে রাখা ২টি ময়না ও ২টি শালিক উদ্ধার করে বন বিভাগ। ভবিষ্যতে আর কারও কাছে এ রকম পাখি পাওয়া গেলে সেগুলোকেও উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

শেয়ার করুন