ক্যান্সার আক্রান্ত শিশু শিক্ষার্থীর পাশে দাঁড়ালো “সিটিজেন ওয়েলফেয়ার”

ক্যান্সার আক্রান্ত শিশু শিক্ষার্থীর চিকিৎসায় অর্থ সহায়তা তুলে দিচ্ছেন সিটিজেন ওয়েলফেয়ার এসোশিয়েশনের সদস্যরা। ছবি- খোলা চোখ ডট কম।

মেরুদন্ডে ক্যান্সার আক্রান্ত শিশু শিক্ষার্থী লুৎফুন্নেছার পাশে দাঁড়ালো বান্দরবানের স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ওয়েলফেয়ার এসোশিয়েশনের সদস্যরা।

লুৎফুন্নেছা বান্দরবান শহর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। সংগঠনটির সদস্যরা অসুস্থ ও দরিদ্র ওই শিক্ষার্থীর চিকিৎসা সহায়তা হিসেবে গতকাল শুক্রবার তার বাবা মো. আইয়ুবের হাতে তুলে দিয়েছেন ৫০ হাজার টাকার অর্থ সহায়তা।

প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা আমজাদ হোসেন জানান, মেধাবী শিশু শিক্ষার্থীর জটিল অসুস্থতার খবর জানার পর আমি আমাদের সংগঠন সিটিজেন ওয়েল ফেয়ারের পক্ষ থেকে ফেসবুকের মাধ্যমে সাহায্যের আবেদন জানাই। এর পরই বিভিন্ন ব্যক্তি মানবিক দিক বিবেচনায় সাহায্যের হাত বাড়িয়ে দেন। এসময় প্রায় অর্ধ লক্ষ টাকার সহায়তা পাওয়া যায়। তবে এক পর্যায়ে শিশু শিক্ষার্থী লুৎফুন্নেছার এক নিকটাত্বীয় তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়ায় অর্থ সাহায্য নেওয়া বন্ধ করে দিই।

এদিকে আর্থিক সাহায্য পাওয়ার পর অনূভুতি জানাতে গিয়ে অসুস্থ লুৎফুন্নেছার বাবা মো. আয়ুব জানান, মেরুদন্ডে ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এ পর্যন্ত মেয়ের চিকিৎসায় প্রচুর ব্যয় করে এখন সর্বশান্ত। সিটিজেন ওয়েল ফেয়ারের মাধ্যমে যারা আমার মেয়ের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।

শহর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থী হিসেবে মেয়েটি অত্যন্ত মেধাবী। সব পরীক্ষাতেই সে প্রথম স্থানটি দখলে নিতো। এসময় লুৎফুন্নেছার দ্রæত সুস্থতা কামনা করেন শিক্ষক শিক্ষিকারা।

শেয়ার করুন