কর ফাঁকির দায়ে রোনালদোর জেল-জরিমানা

স্পেনে কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে দুই বছরের জেল ও প্রায় ১৯ মিলিয়ন ইউরো জরিমানা করেছে স্প্যানিস আদালত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮৭ কোটি টাকা।
৩৩ বছর বয়সী রোনালদোর বিরুদ্ধে মোট চারটি কর জালিয়াতির মামলা হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে তিনি প্রায় ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন।
এই মামলায় রোনালদোকে জেলে যেতে হচ্ছে না। সুদসহ করের পুরো টাকা জমা দিতে হবে। তারপর এই মামলার মীমাংসার বিষয়ে অনুমোদন দেবে স্প্যানিশ ট্যাক্স এজেন্সি।
এর আগে, গত বছর স্প্যানিশ কর্তৃপক্ষের তদন্তে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন রোনালদো।
শেয়ার করুন