করোনা স্বেচ্ছাসেবক গ্রুপ: বান্দরবানে কর্মহীন অসহায় মানুষের পাশে

খাদ্যসামগ্রীর প্যাকেট প্রস্তুত করছেন করোনা স্বেচ্ছাসেবক গ্রুপের সদস্যরা।

করোনাভাইরাস দুর্যোগে বান্দরবানের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘করোনা স্বেচ্ছাসেবক বান্দরবান’ নামের একটি ফেইসবুক গ্রুপ। সরকারি সহায়তার পাশাপাশি মানুষকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ৭ জন বিভিন্ন শ্রেণীপেশার মানুষের এই দলটি।

সামাজিক সম্মান ও চক্ষুলজ্জায় সাহায্য চাইতে না পেরে খাবারের সংকটে মানবেতর জীবন কাটানো নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলোর ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর উপহারের প্যাকেট পৌঁছে যাচ্ছে প্রয়োজনমতো।

গ্রুপের উদ্যোক্তারা হলেন- আইনজীবী মো: ইকবাল করিম, সাংবাদিক ফরিদুল আলম সুমন, বান্দরবান সরকারি কলেজের প্রভাষক মেহেদী হাসান, সাংবাদিক আলাউদ্দিন শাহরিয়ার, স্বেচ্ছাসেবক শাহ সাইফুল সনেট,  সামাজিক সংগঠন সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক মো: আমজাদ হোসেন এবং স্বেচ্ছাসেবক রাজেশ দাস। এদের সঙ্গে সম্পৃক্ত হয়ে মানব সেবায় কাজ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন এবং সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও। 

গ্রুপের সমন্বয়ক এডভোকেট মো: ইকবাল করিম বলেন, প্রথমে আমরা নিজেদের সামর্থ্যনুযায়ী অর্থ দিয়ে করোনা সেচ্চাসেবক বান্দরবান-এর ফান্ড গঠন করে কার্যক্রম শুরু করেছি। যাত্রা শুরুর পর ফেইসবুক গ্রুপের মাধ্যমে ভালোবাসার হাত বদল স্লোগানে সংগ্রহ শুরু করি নগদ অর্থ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। আশপাশের সামর্থ্যবান মানুষের সহযোগিতায় আমাদের পরিসর বড় হয়। ইতোমধ্যে আমরা বান্দরবান পৌরসভা এবং সদর উপজেলার ৫শ’ পরিবারকে খাদ্য সামগ্রীর উপহার প্যাকেট দিতে সক্ষম হয়েছি। চলমান কাজের মধ্যে ২ হাজারেরও বেশি মানুষকে এ উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছাতে পারবো। আমাদের সংগ্রহ এবং উপহার সামগ্রী ভালোবাসার হাত বদল কার্যক্রম চালু থাকবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। 

গ্রুপের আরেক উদ্যোক্তা সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক মো: আমজাদ হোসেন বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সচেতনতামূলক ভিডিও বার্তা প্রকাশ করেছি।  আমাদের গ্রুপের সব স্বেচ্ছাসেবক খুবই আন্তরিকভাবে নিরলস কাজ করে যাচ্ছে। নিয়নিত চষে বেড়াচ্ছে এই এলাকা হতে ওই এলাকায়, খোঁজ নিচ্ছে কোথায় কার কী প্রয়োজন। আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কর্মহীন অসহায় মানুষের সহায়তায় সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

শেয়ার করুন